ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে! মানা হবে না সুপ্রিম কোর্টের নির্দেশও – দাবী কৃষকদের

সুপ্রিমকোর্ট কৃষি বিলের স্থগিতাদেশ এবং কমিটি গঠনের সুপারিশ করলেও কিষান মজদুর সংঘর্ষ কমিটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

মূলত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কিষান মজদুর সংঘর্ষ কমিটি বলেছেন,১২ জানুয়ারী দিল্লির সিংঘু ও কুন্ডলি সীমান্তে বিক্ষোভের ৪৯ তম দিন পালন করেছে।এদিকে, মঙ্গলবার আন্দোলনরত কৃষকদের একটি বিশাল সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছিল।এবিষয়ে কিসান মজদুর সংঘর্ষ কমিটির পাঞ্জাব ইউনিটের সভাপতি সাতনাম সিং পান্নু এবং সিনিয়র সহসভাপতি সওিন্দর সিং চাতলা প্রতিবাদরত কৃষকদের তরফে বলেন, কৃষকদের আন্দোলন সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত। কেন্দ্রের অচলাবস্থা পরিচালনা নিয়ে সুপ্রিম কোর্টের কঠোর মন্তব্যের উদ্ধৃতি দিয়ে কৃষক নেতারা বলেছেন যে প্রধানমন্ত্রীর উচিত দেশের কৃষকদের কাছে ক্ষমা চাওয়া।

এদিন সংবাদমাধ্যমে ভাষণ দেওয়ার সময়, কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতারা বলেছিলেন যে ভবিষ্যতে যে কোনও দ্বন্দ্বের জন্য কেন্দ্র দায়ী থাকবে। যেহেতু কৃষকদের আন্দোলন প্রথম থেকেই শান্তিপূর্ণভাবে চলছে এবং শান্তিপূর্ণভাবে অব্যাহত থাকবে।এছাড়াও ১০হাজার কৃষক, শ্রমিক ও মহিলাদের একটি দল আজ থেকে অমৃতসর থেকে দিল্লির উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করবে বলে জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here