জটিয়াখালি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘ*টনা, মৃ*ত্যু এক মহিলার

মর্মান্তিক পথ দুর্ঘনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়িতে। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। একটি গ্যাসের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির চাম্পাসারি এলাকা থেকে দুই চাকার গাড়ি করে দুজন মহিলা জটিয়াকালির একটি বেসরকারি হাসপাতালে আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। জটিয়াকালি মোড়ে পৌঁছাতেই পেছন থেকে আসা একটি গ্যাস বোঝাই ট্যাংকার দুই চাকার গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুই মহিলা। তাদের মধ্যে এক মহিলার উপর দিয়ে ট্যাংকারের চাকা উঠে যায়, ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় মহিলার। অপর মহিলাও আহত হন।

আহত মহিলাকে তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করতে হয়।

স্থানীয়দের অভিযোগ মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। তাই ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তার দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here