বাজ পড়ে মৃত্যু বিএসএফ জওয়ানের, শোকের ছায়া ফাঁসিদেওয়া সীমান্তে

ফাঁসিদেওয়া: বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। বুধবার রাতে ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের বন্দরগছ এলাকার ২৩ নম্বর গেটে টহলদারি করার সময় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

মৃত জওয়ানের নাম দীপক কুমার। তিনি বিহারের বাসিন্দা। জানা গেছে, গভীর রাতে বৃষ্টি ও মেঘের গর্জনের মধ্যেই সীমান্তে টহল দিচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই প্রবল শব্দে গেটের সামনে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন জওয়ান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান অন্যান্য বিএসএফ জওয়ানরা। তাঁকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিএসএফ শিবিরে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here