DYFI এর রাজ্য কমিটির ডাকে শান্তিপূর্ণ উত্তরকন্যা অভিযানে পুলিশের আক্রমণের অভিযোগ তুলে ধিক্কার মিছিল করলো CPI(M) শিলিগুড়ি ২ নং এরিয়া কমিটি।
রবিবার এই মিছিলটি গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে শুরু হয়ে বিধান রোড, সেবক রোড, হিলকার্ট রোড হয়ে অনিল বিশ্বাস ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন CPI(M) রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার, এরিয়া সম্পাদক সৌরভ সরকার, তানিয়া দে, সুরজ কুন্ডু প্রমুখ।
নেতারা জানান, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশের এই ধরনের ঘটনার প্রতিবাদে তারা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে।









































