ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জলদাপাড়ার হলং বনবাংলো

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জলদাপাড়ার হলং বনবাংলো।

বনদফতর সূত্রে খবর,মঙ্গলবার রাত নটা নাগাদ সরকারি আবাসনটিতে আগুন ধরে যায়। ক্ষনিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো আবাসনটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফালাকাটা ও হাসিমারা দমকলের একাধিক ইঞ্জিন।তবে শত চেষ্টার পরও শেষ রক্ষা হল হল না। অবেশেষে পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো। শর্ট সার্কিটের থেকে এই অগ্নিকাণ্ড বলে অনুমান বনদফতরের আধিকারিকদের।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলেও বনদফতর তরফে জানানো হয়। পাশাপাশি, এখনও ঘটনাস্থলে উপস্থিত দমকলের তিনটি ইঞ্জিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here