সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, আটক আল্লু অর্জুন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেফতার আল্লু অর্জুন ৷ চিক্করপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে অভিনেতাকে ৷ এদিন অভিনেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ৷ জানা গিয়েছে, সন্ধ্যা থিয়েটারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার মামলায় বাতিলের জন্য ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

ঘটনার সূত্রপাত 4 তারিখ ৷ এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 ছবির প্রিমিয়ার ছিল ৷ ছবির প্রথম শো দেখার জন্য অনুরাগীদের ভিড় ছিল মারাত্মক ৷ সেই সময় দর্শকদের প্রতিক্রিয়া দেখতে প্রেক্ষাগৃহে আচমকাই পৌঁছে যান আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ৷ আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাঁধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

এই হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে এক মহিলার পদদলিত হয়ে মৃত্যু হয় ৷ মৃত মহিলার ছোট ছেলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ এরপরই আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ৷ অন্যদিকে, এই ঘটনায় ছবি নির্মাতা মাইথিরির মুভি মেকার্স ও আল্লু অর্জুনের টিম শোকপ্রকাশ করে ৷ এক্স হ্যান্ডেলে টুইট করে জানানো হয়, নিহত মহিলার পরিবারের পাশে দাঁড়াবে টিম পুষ্পা ৷ এরপরেই নিহতরের পরিবারকে 25 লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here