আগস্টের মধ্যে বাড়বে ভারতবর্ষে ভ্যাকসিনের জোগান জানালো সিরাম-ভারত বায়োটেক।

ভ্যাকসিনের অভাবে দিল্লিতে ১৮ থেকে ৪৪ বছরের বয়সীদের টিকাকরণ পিছিয়ে গিয়েছে। মহারাষ্ট্র জানিয়েছে,তারা এই বয়সকালের ভ্যাকসিন প্রাপকদের প্রাপ্য ভ্যাকসিন ৪৫ বছরের উর্ধে যাঁদের বাকি রয়েছে তাঁদের দিতে চায়। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের ফর্মুলা জানানোর দাবি তুলে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যাবতীয় ঘটনা সঙ্গে নিয়ে এদিকে কেন্দ্র ভারতের দুই ভ্যাকসিন নির্মাতা সংস্থাকে জিজ্ঞাসা করে যে তাদের ভ্যাকসিনের উৎপাদন কবে বাড়বে।

সেই প্রেক্ষাপটে সিরাম ইনস্টিটিউট জাানিয়েছে, আগামী চারমাস অর্থাৎ অগাস্টের মধ্যে ভারতে তারা প্রতি মাসে ১০ কোটি ডোজ তৈরি করতে সক্ষম হবে। অন্যদিকে, ভারত বায়োটেক জানিয়েছে তারা অগাস্টের মধ্যে মাসের হিসাবে ৭.৮ কোটি ডোজ তৈরি করতে পারবে। জানা গিয়েছে এদিকে, ভারত বায়োটেক জানিয়েছে যে তারা জুলাইয়ের মধ্যেই ৩.৩২ কোটি ভ্যাকসিন উৎপাদন করে দিতে পারবে। শুধু অগাস্ট মাসের মধ্যে এই পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করে ক্ষান্ত থাকবে না সংস্থারা। তারা সেপ্টেম্বর পর্যন্ত এই ধারা এগিয়ে নিয়ে যাবে। এবিষয়ে নিশ্চিত বার্তা দিয়েছে সংস্থাগুলি। কর্ণাটক, মহারাষ্ট্র, তেলাঙ্গানার মতো কিছু রাজ্য ভ্যাকসিন ইস্যুতে গ্লোবাল টেন্ডারের পথে হাঁটার চেষ্টা করছে।

এদিকে, দিল্লির অভিযোগ তারা কোভ্যাক্সিনের কাছ থেকে বাড়তি ভ্যাকসিন চাইলেএ, সংস্থা তা দিতে অস্বীকার করেছে। প্রসঙ্গত, দিল্লিতে কোভ্যাক্সিনের স্টক শেষ হয়েছে। এলাকার ১৭ টি স্কুলে ১০০ টি ভ্যাকসিনেশন সেন্টার আপাতত বন্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here