গণেশ পুজোর সপ্তম বর্ষে মধ্য শান্তি নজর গণেশ পূজো কমিটির থিম “বৃন্দাবনের প্রেম মন্দির”

শিলিগুড়িতে থেকেই মথুরার প্রেম মন্দিরের দর্শন। সব পুজোর বা যজ্ঞের আগে আরাধনা করা হয়ে থাকে গণেশ ঠাকুরের । গণেশ পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজোর আবহ।

রাত পেরোলে গণেশ চতুর্থী। ইতিমধ্যেই প্যান্ডেল ও গনেশ প্রতিমার উদ্বোধনের পালা শুরু হয়ে গেছে শহর শিলিগুড়ি ও দেশের বাণিজ্যিক নগরী মুম্বাই। মুম্বাইয়ে মহা ধুমধাম এর সাথে গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকলেও শহর শিলিগুড়িতে ও গণেশ আবহে মেতে ওঠেন শহরবাসী। একে অপরকে টেক্কা দিতে আকর্ষণীয় পূজোর মধ্য দিয়ে গণেশ পুজোর আরাধনা করে থাকে গনেশ পূজো কমিটিগুলো। তেমনি ডাবগ্রাম ফুলবাড়ী এলাকার মধ্য শান্তিনগরের এলাকার মধ্য শান্তিনগর গণেশ পূজো কমিটির  এবছর গণেশ পূজোর থিম মথুরার প্রেম মন্দির এর আদলে পুজোর প্যান্ডেল ও আলোকসজ্জা।

প্রতিবারের মতন সপ্তম তম বর্ষে চতুর্থির আগের দিন গণেশ পূজো উপলক্ষে মেতে উঠেছেন এলাকার ৮ থেকে ৮০ সকলেই। গণেশ তৃতীয়ার দিন গণেশ পূজোর উদ্বোধন করলেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামীজি রাঘবানন্দ মহারাজ ও এলাকার বিধায়িকা শিখা চ্যাটার্জি। উল্লেখ্য চার দিনের এই গণেশ পুজো উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গণেশ পূজো কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here