শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ, ব্যবসা বন্ধ!

শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাসে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ওই ঘটনার তীব্র প্রতিবাদে বুধবার ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন তারা। একইসঙ্গে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্ট্যান্ড বাইপাসের ভবেশ মোড় চতুর্দিক থেকে অবরোধ করে দেয় বিক্ষোভ কারীরা ।

বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড করে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে স্ট্যান্ড বাইপাস রোড জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে একাধিক গুরুত্বপূর্ণ রুটে। সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন।

ঘটনার জেরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ প্রশাসনের তরফে আলোচনার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়েছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here