বেআইনি উচ্ছেদ এর পাশাপাশি শিলিগুড়িকে কল্লোলিনী তিলোত্তমা করতে উদ্যোগী রঞ্জন সরকার।

শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩৯ নম্বর ওয়ার্ডে হাইড্রেন পরিষ্কার হয়নি বহুদিন ধরে, পাশাপাশি দখল হয়েছিল রাস্তা। অভিযোগ সামনে আসতেই এবার কড়া পদক্ষেপ নিলো শিলিগুড়ি পুরনিগম।

সাতসকালে ঘটনাস্থলে পৌঁছে রাস্তা দখলমুক্ত করালেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার। এদিন সকালে ৩৯ নম্বরে ওয়ার্ডে যান রঞ্জন সরকার সহ পুরনিগমের আধিকারিক ও তৃণমূলের ওয়ার্ড কো-অর্ডিনেটর দুলাল দত্ত, প্রদীপ গোয়েল, মানিক দে সহ আরও অন্যান্যারা। সেখানে স্বামীজি মোড়ের কাছে একটি রাস্তা দখলমুক্ত করা হয়।

এদিন প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার বলেন, শিলিগুড়িকে জঞ্জালমুক্ত রাখতে হবে, কোথাও রাস্তা দখল করা যাবেনা। বহু জায়গায় রাস্তায় বাড়ি বানানোর নির্মাণ সামগ্রী মাসের পর মাস রেখে দেওয়া হয়। এখানে বহুদিন ধরে হাইড্রেন পরিষ্কার হয়নি। রাস্তা দখল হয়েছিল। আজ এসে সব দখলমুক্ত করা হয়েছে। কোভিড যুদ্ধের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে সকলকে সাথে নিয়ে শিলিগুড়িকে কল্লোলিনী তিলোত্তমা নগরী করে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here