শিলিগুড়ি: উত্তরবঙ্গ ও সিকিমে গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তিস্তা, মহানন্দা, জলঢাকা-সহ একাধিক নদীতে। এর ফলে নদী সংলগ্ন ও নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষকে ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছে। পাশাপাশি ভুটান পাহাড়েও ভারী বৃষ্টির জেরে উত্তরের নদীগুলোতে জল বাড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে তিনদিনের সফরে এলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানোষ রঞ্জন ভূঁইয়া।
বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে প্রথমেই তিনি বালাসন নদী সংলগ্ন এলাকা পরিদর্শনে যান।
পরিদর্শনে গিয়ে কবলিত মানুষের দুর্দশা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মন্ত্রী। তিনি বলেন,
“এই পরিস্থিতিতে প্রশাসনিক ব্যর্থতা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের পাশে সরকার আছে। সবরকম সহযোগিতা করা হবে। উদ্ধার ও ত্রাণে গাফিলতি চলবে না।”
প্রশাসনিক সূত্রের খবর, আগামী তিন দিন তিনি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জেলা প্রশাসন, সেচ দপ্তরের আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন। পাশাপাশি, বাস্তবে বন্যা কবলিত অঞ্চলগুলিতেও ঘুরে দেখে সরকারি পরিষেবা, ত্রাণ বণ্টন ও উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীগুলোর জলস্ফীতি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে ও প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।