বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সভাপতি নাম ঘোষণা, দার্জিলিং সমতলে সভাপতি নিয়ে জল্পনা

শিলিগুড়ি: আসন্ন ২৬শে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। নির্বাচনে দিনক্ষণ ঘোষণার আগে সংগঠনকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে রাজ্য ও জেলা স্তরে সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষণা করল দল।

এদিন তৃণমূলের পক্ষ থেকে নতুন রাজ্য কমিটি প্রকাশের পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ—প্রতিটি জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। তবে ব্যতিক্রম দার্জিলিং জেলা সমতল। এখানকার সভাপতির নাম ঘোষণা না হওয়ায় জল্পনা তুঙ্গে।

পাহাড়ে এলবি রাই ও শান্তা ছেত্রীর উপর ফের ভরসা রেখেছে দল। অন্যদিকে, দার্জিলিং সমতলের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে তৃণমূল। অলক চক্রবর্তীর জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন সঞ্জয় তীব্রবাল।

প্রসঙ্গত, দার্জিলিং সমতলের সভাপতি হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কন্যা পাপিয়া ঘোষ। তাঁর নেতৃত্বেই শিলিগুড়ি পুরনিগম এবং মহকুমা পরিষদে বামেদের গড়ে তৃণমূল কংগ্রেস সাফল্য পেয়েছে।

এবার পাপিয়া ঘোষই কি ফের সভাপতি পদে থাকবেন, নাকি উঠে আসবে নতুন কোনও মুখ—তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে একাধিক সম্ভাব্য সভাপতি নাম।

সব মিলিয়ে, নির্বাচনের আগেই সংগঠনে রদবদল করে ঘর গোছাতে চাইছে তৃণমূল। দলের এই পদক্ষেপ থেকেই স্পষ্ট, রাজনৈতিক লড়াই শুরুর আগেই সংগঠনকে আরও শক্তপোক্ত করে তুলতে মরিয়া শাসক দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here