কামাখ্যাগুড়ি: মাত্র ২২ মাস বয়সেই এক অনন্য নজির গড়ে গোটা কামাখ্যাগুড়িকে গর্বিত করল ছোট্ট সানভি দাস। অসাধারণ স্মরণশক্তি ও শেখার দক্ষতার জোরে তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book of Records)-এ। তাকে ‘IBR Achiever’ উপাধিতে ভূষিত করেছে সংস্থা।
সানভি যখন মাত্র ১ বছর ১০ মাস বয়সে, তখনই সে ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর চিনে নিতে পারত শব্দসহ। শুধু তাই নয়, সে চিনে নিতে পারে শরীরের ১৪টি অংশ, ৮টি প্রাণী, ৫টি আকৃতি, ৮টি ফল, ৬টি পাখি ও ১৭টি বিবিধ জিনিস। এমনকি সে ৮টি জ্যামিতিক আকার সাজিয়ে গুছিয়েও রাখতে পারে নিখুঁতভাবে, যা এই বয়সে এক বিরল প্রতিভার উদাহরণ।
সানভির বাবা বলাই দাস, একজন কলেজের লেকচারার। তিনি গর্বের সাথে জানান, “আমি একজন গর্বিত পিতা। ছোটবেলা থেকেই ওর শেখার প্রতি আগ্রহ ছিল প্রবল। বই এনে দিতাম, কিন্তু ওর শেখার পেছনে সবচেয়ে বড় অবদান ওর মায়ের।”
এদিকে সানভির মা সুরভী দেবনাথ বলেন, “ও সবকিছুতেই কৌতূহলী। কিছু দেখলেই জিজ্ঞেস করত, ‘এটা কী?’ আমি সংসারের কাজ সামলে ওকে নিয়মিত শেখাতাম। চাই, সানভি আরও বড় কিছু করুক, ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।”
সানভির এই সাফল্য শুধু তার পরিবারকেই গর্বিত করেনি, বরং গোটা কামাখ্যাগুড়ির কাছে হয়ে উঠেছে এক অনুপ্রেরণার প্রতীক। এমন বয়সে এমন কৃতিত্ব নিঃসন্দেহে আগামীদিনে তাকে আরও উচ্চতায় পৌঁছে দেবে – এই আশায় বুক বেঁধেছেন সকলে।
সানভি শুধু একটি শিশুর নাম নয়, এটি এক উদীয়মান প্রতিভার পরিচায়ক।