শিলিগুড়িতে সেনা ক্যাম্পের কাছে সন্দেহজনক ঘোরাঘুরি, বাংলাদেশি প্রাক্তন গোয়েন্দা গ্রেফতার

শিলিগুড়ি: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে উত্তরবঙ্গের বাগডোগরা সেনা ছাউনির কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করলো ভারতীয় সেনা। ধৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশি গোয়েন্দা অফিসার বলে দাবি করেছেন, যার ফলে নিরাপত্তা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, এমএম তরাই এলাকার বাসিন্দারা প্রথমে ধৃত ব্যক্তির গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন ও বিষয়টি সেনাবাহিনীকে জানান। এরপর ব্যাঙডুবি সেনা ছাউনির ৫ এফওডি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃতের নাম আশরাফুল আলম (বয়স আনুমানিক ৪৫), যিনি বাংলাদেশের রংপুর জেলার বাদরগছ এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। তার দাবি, তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন গোয়েন্দা দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন আশরাফুল। তার কাছ থেকে কোনো বৈধ পরিচয়পত্র উদ্ধার হয়নি।

বর্তমানে তাকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here