মাওবাদী বিরোধী অভিযানে মৌমাছির কামড়ে শহিদ সিআরপিএফ-এর স্নিফার ডগ
ছত্তিশগড়ের দুর্গম করগোটালু পাহাড়ে সম্প্রতি এক মাওবাদী বিরোধী অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। এই অভিযানে ২৯ জন মাওবাদী নিহত হয়, যা মাওবাদী দমন অভিযানে এক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
তবে এই অভিযানে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে—মৌমাছির ঝাঁকে আক্রমণের শিকার হয়ে শহিদ হয় CRPF-এর এক প্রশিক্ষিত স্নিফার ডগ। অভিযান চলাকালীন সময় হঠাৎ করেই একটি বিশাল মৌমাছির ঝাঁক ওই ডগটির ওপর চড়াও হয়। প্রায় ২০০ বার কামড়ানোর ফলে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে।
প্রাথমিকভাবে তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। দেশের জন্য নিজের কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া ওই চারপেয়ে যোদ্ধার প্রতি আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।
সিআরপিএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, এই স্নিফার ডগ বহু অভিযানেই সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছে। বহুবার বাহিনীকে বিপদ থেকে রক্ষা করেছে। তার এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে গোটা বাহিনী শোকপ্রকাশ করেছে।
দেশের জন্য আত্মোৎসর্গকারী ওই স্নিফার ডগের অবদান আজও গর্বের সঙ্গে স্মরণে রাখবে গোটা দেশ।