সেনাবাহিনীকে সম্মান জানিয়ে পথে তৃণমূল, মমতার ঘোষণা রাজ্যজুড়ে কর্মসূচি

শিলিগুড়ি: দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ও আত্মত্যাগকে সম্মান জানাতে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ওয়ার্ড ও ব্লকে এই কর্মসূচি পালন করা নির্দেশ দেওয়া হয়।

এই কর্মসূচির মাধ্যমে সেনা জওয়ানদের বীরত্ব, সাহস ও আত্মবলিদানকে সম্মান জানানো হয়।

এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী মিছিল ও মিটিংয়ের আয়োজন করা হয়েছে। তেমনি, শিলিগুড়িতে টাউন ব্লক ৩ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সভাপতি দুলাল দত্তের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি  মিতাল বাস স্ট্যান্ড থেকে শুরু করে সেবক রোডে পায়েল সিনেমা হল কাছে এসে সমাপ্ত হয়।  মিছিলে দুলাল দত্ত ছাড়াও  উপস্থিত ছিলো মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,  দার্জিলিং জেলার তৃণমূল সমতল চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল, প্রাক্তন চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ নেতাকর্মী বৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here