শিলিগুড়ি: নাগরিক পরিষেবায় ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগোল শিলিগুড়ি পুরনিগম। এবার থেকে পুরনিগমের অধীনস্থ অতিথিশালাগুলিতে অনলাইন পদ্ধতিতে বুকিংয়ের সুবিধা চালু করল কর্তৃপক্ষ।
নতুন এই ব্যবস্থায় নাগরিকরা ঘরে বসেই নির্দিষ্ট ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে অতিথিশালার বুকিং করতে পারবেন। সময়, কাগজপত্র ও দালালদের বাড়তি ঝামেলা—সবকিছুই অনেকটাই কমে যাবে বলে মনে করছে পুর প্রশাসন।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে কয়েকটি অতিথিশালার ক্ষেত্রে এই পরিষেবা চালু হলেও ভবিষ্যতে ধাপে ধাপে সমস্ত অতিথিশালাকে এই ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।
পুরনিগমের এক আধিকারিক জানান, “নাগরিক পরিষেবা ডিজিটালাইজ করার লক্ষ্যে আমরা একাধিক পদক্ষেপ নিচ্ছি। এই উদ্যোগ তারই অংশ। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং স্বচ্ছতা বজায় থাকবে।”
উল্লেখ্য, এর আগে শিলিগুড়ি পুরনিগম অনলাইন ট্রেড লাইসেন্স, পানীয় জল ও কর প্রদানের পরিষেবা চালু করেছিল। এবার অতিথিশালার অনলাইন বুকিং সেই তালিকায় যুক্ত হয়ে নাগরিক পরিষেবাকে আরও সহজ ও আধুনিক করে তুলল।
নাগরিকদের সুবিধার্থে শিগগিরই ওয়েবসাইট ও অ্যাপের বিস্তারিত তথ্য পুরনিগমের তরফে প্রকাশ করা হবে।