আর্মেনীয়রা নিজেদের বাড়ি-ঘরেই আগুন দিচ্ছেন!

নাগর্নো-কারাবাখের যেসব এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করা হচ্ছে, সেখানকার হাজার হাজার আর্মেনীয় বাড়ি-ঘর ছেড়ে যাচ্ছেন। যাওয়ার আগে তাদের অনেকেই নিজেদের বাড়ি-ঘর পুড়িয়ে ফেলছেন, যাতে আজারিরা তা ব্যবহার করতে না পারে।
রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের সর্বশেষ শান্তি চুক্তি হওয়ার পর এমন চিত্র লক্ষ করা গেছে বলে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে। চুক্তি অনুযায়ী, বেশ কিছু এলাকা হস্তান্তর করা হবে, ওইসব এলাকা থেকে আর্মেনীয়দের আগামীকালের মধ্যে চলে যেতে হবে। এর মধ্য দিয়ে অঞ্চলটির বেশিরভাগ এলাকা আজারিদের নিয়ন্ত্রণে চলে যাবে।
আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের হলেও ১৯৯৪ সাল থেকে তা নিয়ন্ত্রণ করে আসছিল জাতিগত আর্মেনীয়রা। সদ্য সমাপ্ত যুদ্ধের মধ্য দিয়ে সেখানকার অর্ধেকের বেশি এলাকা পুনরুদ্ধার করেছে আজারবাইজান। চুক্তি অনুযায়ী, আরো কিছু এলাকা হস্তান্তর করতে হবে আর্মেনীয়দের।
খবরে বলা হয়েছে, আর্মেনীয়দের একটি অংশ ছেড়ে যাওয়ার আগে দীর্ঘদিন ধরে বসবাস করা তাদের বাড়ি-ঘরে নিজেরাই আগুন ধরিয়ে দিচ্ছেন। এমন অনেকগুলো ছবি প্রকাশিত হয়েছে, যাতে দেখা যাচ্ছে- নিজেদের মালা-পত্র নিয়ে যাচ্ছেন অনেকে, কেউ কেউ বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়ে জ্বলতে দেখছেন নির্বিকার।
গত ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়, যা গত সোমবার রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এর আগে মস্কোর মধ্যস্থতায় দুই দফা এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৃতীয় দফা যুদ্ধবিরতিতে দেশ দুটি সম্মত হলেও তা ব্যর্থ হয়।
অঞ্চলটি নিয়ে ৯০-এর দশকে আর্মেনিয়ার সঙ্গে তুমুল যুদ্ধে জড়ায় আজারবাইজান। দীর্ঘ ওই যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়, কারাবাখের সঙ্গে নিজ ভূমিরও কিছু অংশ হারিয়েছিল আজারিরা। এবার তা পুনরুদ্ধারের মাধ্যমে বিশাল বিজয় পেলো তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here