শিলিগুড়ি: রাজবংশী কামতাপুরি সমাজের জনপ্রিয় পাঁচালী গানের সুরকার ও বিশিষ্ট সমাজসেবী সত্যেন রায়ের স্মরণসভা সোমবার অনুষ্ঠিত হলো শিলিগুড়ির নৌকাঘাটে অবস্থিত পঞ্চানন স্মারক সমিতির হল ঘরে।
এই স্মরণসভায় উপস্থিত ছিলেন পঞ্চানন স্মারক সমিতির বিভিন্ন সদস্য, সমাজের বিশিষ্টজন ও সত্যেন রায়ের পরিবারের সদস্যবৃন্দ। সকলে এই গুণী ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্মজীবনের অবদান স্মরণ করেন।
সমাজ ও সংস্কৃতির জগতে সত্যেন রায়ের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন বক্তারা। পাঁচালী গান ও রাজবংশী কৃষ্টিকে তিনি যেভাবে তুলে ধরেছেন, তা আগামীতেও সমাজের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মতপ্রকাশ করেন অনেকে।
স্মরণসভায় তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সত্যেন রায়ের প্রয়াণে রাজবংশী সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবার নয় — এ কথাই উঠে এলো এই দিনের আবেগঘন স্মরণ সভায়।