শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিককে ঘিরে ফের জোর জল্পনা শুরু হয়েছে শিলিগুড়ির রাজনৈতিক মহলে। একসময় এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত থাকলেও, মাস কয়েক আগে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। সেই ঘটনার পর স্বয়ং তৃণমূল সুপ্রিমো তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেন তাঁকে।
তবে ভোটের মুখে ফের শহরজুড়ে প্রশ্ন—দেবাশীষ প্রামানিক কি আবার ফিরছেন তৃণমূল কংগ্রেসে? রাজনৈতিক মহলের একাংশের দাবি, সম্প্রতি দেবাশীষবাবু তৃণমূলের একাধিক পুরনো নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। আবার একাধিক ঘরোয়া বৈঠকে তাঁকে দেখা গিয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ডাবগ্রাম-ফুলবাড়ির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে দীর্ঘদিন ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন দেবাশীষ প্রামানিক। তবে তাঁর দায়িত্বকালে ২০১৯ লোকসভা, ২০২১ বিধানসভা এবং সদ্যসমাপ্ত ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল অত্যন্ত দুর্বল ছিল। রাজ্যজুড়ে তৃণমূল যখন শক্তিশালী অবস্থানে, তখন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় সংগঠনের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে, বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগেই আবারও তাঁর ঘরফেরতের জল্পনা তুঙ্গে উঠেছে। ধারণা করা হচ্ছে, দল সংগঠন চাঙ্গা করতে পুরনো নেতাদের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি দেবাশীষ প্রামানিক কিংবা জেলা নেতৃত্বের তরফে।
তবে এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় ভাবমূর্তির প্রশ্ন তুলেছেন তৃণমূলের একাংশ। প্রশ্ন উঠছে—যেখানে জমি কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কার, সেখানে ফের তাঁকে দলে নেওয়া কি শাসকদলের অবস্থানকে দুর্বল করবে না?
বিধানসভা ভোটের আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে অনেক টালবাহানার পর অভিষেকের সুপারিশ মেনেই দলে রদবদল করা হয়েছে। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পারফরম্যান্সের ভিত্তিতে জেলা ও ব্লক স্তরে রদবদলের ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত আগামী বছর বিধানসভা ভোটের আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে মরিয়া। তৃণমূল সে কারণেই ‘জেল খাটা’ দাপুটে নেতাদের সামনে সারিতে আনতে চাইছেন না দলের শীর্ষ নেতৃত্ব। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে, দেবাশীষ প্রামানিকের নেতৃত্বে বিগত তিনটি বড় নির্বাচনে তৃণমূল ব্যর্থ হয়েছে। তাই তাঁর প্রত্যাবর্তন নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক মহলের একাংশ।
সব মিলিয়ে, দেবাশীষ প্রামানিকের ভবিষ্যৎ রাজনৈতিক গতি প্রকৃতি এখন শিলিগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুখ্যমন্ত্রীর সফরের সময় এই ধোঁয়াশা কাটে কি না, সেদিকেই তাকিয়ে সকলে।