গাইসাল স্টেশনে চলন্ত ডিএমইউ ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

গাইসাল, উত্তর দিনাজপুর: ইসলামপুর সংলগ্ন গাইসাল রেলওয়ে স্টেশনে মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী একটি ডিএমইউ (ডিজেল মাল্টিপল ইউনিট) প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আচমকাই আগুন লেগে যায়। দুপুরে এই ঘটনায় রেল যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে ট্রেনের ইঞ্জিন কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। চালকের উপস্থিত বুদ্ধিতে দ্রুত ট্রেনটিকে গাইসাল স্টেশনে থামিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কিশনগঞ্জ জিআরপি ও দমকল বাহিনী। দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সৌভাগ্যবশত, ট্রেনে থাকা সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন এবং কারও কোনো ক্ষতি হয়নি বলে রেল সূত্রে জানানো হয়েছে। কীভাবে এই আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে বলা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এই ঘটনায় রেল নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে, যদিও প্রাথমিকভাবে একটি কারিগরি ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here