ঘুম উধাও পাকিস্তানের! কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার পর ভারতের কড়া পদক্ষেপ

কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি নাশকতার পর ভারতের কড়া প্রতিক্রিয়ায় কার্যত চাপে পড়ে গেছে পাকিস্তান। ঘটনার পরেই ভারত সরকার কঠোর নিরাপত্তা জারি করে এবং কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জঙ্গি হামলার পর থেকেই ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক স্তরে ধারাবাহিক সক্রিয়তায় দিশেহারা পাকিস্তান। প্রশ্ন উঠছে—ভারতের পরবর্তী পদক্ষেপ কী? সরাসরি সামরিক জবাব, না কি অন্য কোনো চাপে ফেলার কৌশল? এ নিয়ে ইসলামাবাদে বেড়েছে দুশ্চিন্তা ও ও উদ্বেগ।

ভারতের সীমান্ত নজরদারি জোরদার, সেনা মুভমেন্টে গতি, এবং আন্তর্জাতিক মহলে সক্রিয় কূটনৈতিক তৎপরতা পাকিস্তানকে রীতিমতো অস্থির করে তুলেছে। একের পর এক জরুরি বৈঠকে মেতেছে পাকিস্তানের প্রশাসন ও সেনাপ্রধানেরা। পাশাপাশি, আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেও মরিয়া ইসলামাবাদ।

গত দুদিন ধরে পাকিস্তানের শীর্ষ মহলে ঘুম নেই বললেই চলে। আতঙ্ক আর অনিশ্চয়তার মেঘ ঘিরে রেখেছে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর মাথাদের। ভারতের পদক্ষেপ কতটা কড়া হবে, কোন ফ্রন্ট থেকে আসবে—তা এখনো স্পষ্ট নয়, তবে প্রস্তুতি চলছে সবদিক সামলানোর।

ভারতের জনগণও বিষয়টি ঘিরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় সরকারের এই কড়া অবস্থানের প্রশংসা করে বহু মানুষ দাবি জানাচ্ছেন, দেশ যেন এবার ‘উপযুক্ত জবাব’ দেয় পাকিস্তানকে।

পরবর্তী পদক্ষেপ কী হবে? এখন গোটা উপমহাদেশের নজর ভারতের দিকে। পাকিস্তান আপাতত প্রহর গুনছে—কবে, কোথা থেকে, এবং কীভাবে আসবে ভারতের প্রত্যাঘাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here