পেহেলগাঁও সন্ত্রাসী হামলা- নজরে আগামীকাল, বড় পদক্ষেপ কেন্দ্রের- রাতের বিশাল আপডেট

নয়া দিল্লি: কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত সরকার একাধিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকের পর এই সিদ্ধান্তগুলি জানানো হয়।

গৃহীত সিদ্ধান্তসমূহ:

১) আন্তর্জাতিক সীমান্ত স্থায়ীভাবে সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার আওতায় অটারি সীমান্তও থাকবে।

২) ভারতে অবস্থানরত পাকিস্তানী নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

৩) সিন্দু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে।

৪) ভারতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হবে।

৫) সশস্ত্র বাহিনীকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা নিজের সিদ্ধান্তে জবাব দিতে পারবে।

৬) ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত নৌ, প্রতিরক্ষা ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পূর্ববর্তী প্রতিক্রিয়া:
এই সিদ্ধান্তগুলোকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। সরকার পরিস্থিতি অনুযায়ী আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here