ইদে স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, চলবে এই রুটে, রইল সময়সূচি

ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। মূলত ট্রেনের উপর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত নির্ভরতার কারণেই ভারতীয় রেলকে এমন আখ্যা দেওয়া হয়। ট্রেনের উপর সাধারণ সময়ের পাশাপাশি উত্‍সবের মরশুমে অতিরিক্ত চাপ বাড়তে দেখা যায়।

আর সামনেই যখন ইসলাম ধর্মাবলম্বীদের ইদ সেই সময় এই চাপের কথা মাথায় রেখে পূর্ব রেল ইদ স্পেশাল ট্রেনের ঘোষণা করলো।

ইদ উপলক্ষে যাত্রীদের চাপ বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। সেই কথা মাথায় রেখেই পূর্ব রেল শুক্রবার এবং শনিবারের জন্য দুটি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছে। পূর্ব রেলের তরফ থেকে বন্দোবস্ত করা ইদ স্পেশাল ট্রেন দুটি যাতায়াত করবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত। এছাড়াও শিয়ালদা-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে আলাদা করে একটি সেকেন্ড ক্লাস কোচ লাগানো হবে।

অতিরিক্ত কোচ লাগানো হবে ০৩১৭১/০৩১৯২, ০৩১৮৩/০৩১৭২, ০৩১৮৯/০৩১৮৪, ০৩১৯১/০৩১৯০ নম্বর ট্রেনগুলিতে। ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত একটি করে অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ যুক্ত হবে এই সকল ট্রেনে। এদিকে যে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে সেই স্পেশাল ট্রেনটি শুক্রবার ও শনিবার রাত ৯:৩৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। ট্রেনটি কৃষ্ণনগর পৌঁছাবে রাত ২:৩৫ মিনিটে।

ইদ স্পেশাল এই ট্রেনটি যাত্রা পথে স্টপেজ দেবে দমদম, ব্যারাকপুর, নৈহাটি, ধুবুলিয়া, মুরাগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রাজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা, রানাঘাট, কৃষ্ণনগরে।

অন্যদিকে কৃষ্ণনগর থেকে শিয়ালদা ইদ স্পেশাল ট্রেনটি শনিবার এবং রবিবার কৃষ্ণনগর স্টেশন থেকে ছাড়বে সকাল ১০ টা ১০ মিনিটে এবং শিয়ালদা এসে পৌঁছাবে দুপুর ৩টে ২০ মিনিটে। ফেরার পথে ট্রেনটি স্টপেজ দেবে রানাঘাট, ভগবানগোলা, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর কোর্ট, সারগাছি, বেলডাঙা, রাজিনগর, দেবগ্রাম, বেথুয়াডহরি, মুরাগাছা, নৈহাটি, ব্যারাকপুর, দমদমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here