RSS-এর মাথায় কখনও একজনও বাঙালি ব্রাহ্মণ দেখেছেন? বিজেপিকে আক্রমণ ব্রাত্য বসুর

RSS-এর মাথায় কখনও একজনও বাঙালি ব্রাহ্মণ দেখেছেন? অবাঙালি তত্ত্ব উস্কে বিজেপিকে আক্রমণ ব্রাত্য বসুর। বিধানসভা ভোটে বিজেপিকে টেক্কা দিতে কি বাঙালি আবেগকে হাতিয়ার করছে তৃণমূল? সেজন্যই কি বাঙালি-আবাঙালি তত্ত্ব উস্কে বিজেপির গায়ে বহিরাগত তকমা সাঁটার চেষ্টা করছে তারা? শুক্রবার তৃণমূলের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু যেভাবে বিজেপিকে নিশানা করেছেন, তা দেখে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।
BJP কে আক্রমণ করে ব্রাত্য বলেন, ‘আমাদের আপনাদের কাছে হাতজোড় করে থাকতে হবে, আপনাদের মাথার ওপর বসানো হবে। সেই অনুযায়ী বাংলার রাজনীতি নিয়ন্ত্রিত হবে, আমাদের জাতির এই দুর্দশা এসে গেল?’ ব্রাত্য আরও বলেন, ‘সুভাষচন্দ্র বসু যেভাবে রাজনীতির শিকার হয়েছিলেন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। শুধু নেতাজীর লড়াইটা ছিল বিদেশিদের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বামেদের সঙ্গে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here