কয়লা পাচারের অভিযোগে একটি ট্রাকসহ দুজনকে আটক করেন এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি টোল গেটের কাছে অভিযান চালিয়ে ওই কয়লা বোঝাই ট্রাকটি আটক করে এনজেপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর আসাম থেকে চোরাই কয়লা বিহারে পাচারের উদ্দ্যেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো এরপরই ফুলবাড়ি থেকে আটক হয় কয়লা বোঝাই গাড়িসহ দুই ব্যক্তি।
জানা গিয়েছে, ধৃত চালকের নাম রাকেশ কুমার সিং বিহারের বাসিন্দা এবং গাড়ির সহকর্মী গোপাল হাজরা পূর্ব বর্ধমানের বাসিন্দা।এদিন ধৃতদের আদালতে তোলা হয়।









































