গতকাল ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আজও আক্রান্ত ঊর্ধ্বমুখী। বুধবার দেওয়া স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন। অর্থাত্ এখনও পর্যন্ত এটাই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন। সবচেয়ে উদ্বেগের হল, উত্তর ২৪ পরগনা জেলায় দৈনিক সংক্রমণ চার হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে এদিনের বুলেটিন অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জন। তবে আশঙ্কা মৃতের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। যা সর্বকালে সর্বোচ্চ। কলকাতায় এদিন মারা গিয়েছেন ৪৪ জন। রাজ্যের অন্য জেলা গুলির অবস্থাও খুব খারাপ।
এক নজরে দেখে নিনি রাজ্যের জেলা ভিত্তিক করোনা পরিস্থিতি, আলিপুরদুয়ার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন। কোচবিহার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৪ জন। দার্জিলিং – শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৫ জন। কালিম্পং– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন।জলপাইগুড়ি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮১ জন।উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৯ জন। দক্ষিণ দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৪ জন।মালদহ– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৪ জন।মুর্শিদাবাদ– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৭ জন।নদিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭১ জন।বীরভূম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২৮ জন।পুরুলিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৪ জন।বাঁকুড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৭ জন।ঝাড়গ্রাম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন।পশ্চিম মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৩ জন।পূর্ব মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৩ জন।পূর্ব বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭০ জন।পশ্চিম বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১২ জন।হাওড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৫৬ জন।হুগলি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২০৩ জন।উত্তর ২৪ পরগনা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৯১ জন।দক্ষিণ ২৪ পরগনা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৪৯ জন।











































