বাগডোগরা, শিলিগুড়ি: ভারত – পাকিস্তান সংঘাতের আবহে বাংলাদেশ – ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ফের এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার বাগডোগরায়। সেনা ক্যাম্পের সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে সেনাবাহিনীর জওয়ানরা।
জানা গিয়েছে, সেনাবাহিনী ক্যাম্পের আশপাশে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় জওয়ানদের। প্রথমিক জিজ্ঞাসাবাদের পর তার বাংলাদেশি পরিচয় জানা যায়। এরপরই তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধৃতের নাম আজিজুল ইসলাম। সে বাংলাদেশের বরিশালের দামিলিপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সে নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তার কাছ থেকে বাংলাদেশের ১০ টাকার নোট ও একটি বাংলাদেশি সংবাদপত্র উদ্ধার হয়েছে।
এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখেও এমএম তরাই সেনাক্যাম্প এলাকা থেকে আশরাফুল আলম নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। পরপর দুই ঘটনায় এলাকায় উদ্বেগ বেড়েছে।
প্রশাসন সূত্রে খবর, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।