নজরে এবার স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পে কলকাতা তো বটেই, রাজ্যের একাধিক শহর এলাকা থেকে অভিযোগ আসছিল যে একশ্রেনীর বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে রোগী ভর্তি নিতে চাইছে না, চিকিত্সা পরিষেবাটুকুও দিতে চাইছে না। এই সমস্যা কোভিডের আগে থেকেই ছিল। বার বার বলেও এই ছবির বদল ঘটানো যায়নি। তাই এবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল যে বাংলার বুকে থাকা সব ধরনের বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পে যোগদান করতে বাধ্য। অর্থাত্ তাঁদের এই প্রকল্পে রোগী ভর্তি নিতে হবে, ভাল চিকিত্সা পরিষেবাও দিতে হবে,। রোগী প্রত্যাখান তাঁরা আর করতে পারবেন না।
স্বাস্থ্যসাথীতে বেসরকারি হাসপাতালের যোগদান যে বাধ্যতামূলক, এত দিন তা বলা হত শুধু মুখেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক জনসভায় বেসরকারি হাসপাতালদের হুঁশিয়ারি দিয়ে আমজনতাকে বলেছেন, স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যান হলে পুলিশের সাহায্য নিতে। কিন্তু এত কিছুর পরেও বহু বেসরকারি হাসপাতালই স্বাস্থ্যসাথীর পরিষেবা দিতে অনীহা দেখিয়ে আসছে লাগাতার। এ বার তাই এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হল। একটি আদেশনামা মারফত রাজ্যের সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হল, আইনের বলেই তারা প্রত্যেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পরিষেবা দিতে বাধ্য। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট আইনের ৭ নম্বর ধারার অধীন ৩ নম্বর উপধারার স্পষ্ট বলা আছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি যে কোনও প্রকল্পে সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক। আর স্বাস্থ্যসাথী যেহেতু রাজ্য সরকারের একটি প্রকল্প, তাই ১০টির বেশি শয্যাযুক্ত সব বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের তাতে অংশ নেওয়া কখনও ঐচ্ছিক হতে পারে না। তা বাধ্যতামূলকই। তাই এই সরকারি প্রকল্পের সুবিধা যে সব হাসপাতালে মিলবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার।
ওই বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, এমন পরিষেবা প্রত্যাখ্যানকারী বেসরকারি হাসপাতালের ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট লাইসেন্স নবীকরণ বন্ধ পর্যন্ত করে দিতে পারে সরকার চাইলে। অভিযোগ প্রমাণিত হলে বাতিল করাও হতে পারে লাইসেন্স। স্বাস্থ্যভবনের আধিকারিকরা জানাচ্ছেন, এত দিন এ ব্যাপারে বারংবার অনুরোধ করা হয়েছে বেসরকারি হাসপাতালদের। কখনও বা নির্দেশও দেওয়া হয়েছে। এমনকী স্বয়ং মুখ্যমন্ত্রীও সতর্ক করে দিয়েছেন একাধিক বার। কিন্তু পুরোটাই এতদিন ছিল নিছকই মৌখিক। ফলে কখনও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করার চেষ্টা হলেও, আইনি বিবাদের ক্ষেত্রে সরকারি অর্ডার না থাকাটা স্বাস্থ্য দফতরের জন্য অসুবিধাজনক হয়ে উঠতে পারে। সেই সীমাবদ্ধতা এখন আর রইল না সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ায়। এতে বাংলার আমজনতা যে উপকৃত হবেন এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সূত্রে জানা গিয়েছে কিছু বেসরকারি হাসপাতাল এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন। পুজোর আগেই সেই মামলা দায়ের হতে পারে। সেক্ষেত্রে পুজোর আগেই তা শুনানির জন্য উঠতে পারে।