ফের উত্তরবঙ্গে ভূমিকম্প, কেঁপে উঠল শিলিগুড়ি সহ ভূমিকম্প কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তবে মৃদু কম্পন অনুভূত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন বিশেষ কিছু নয়।
মূলত,গতমাসেও উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ দার্জিলিং,কালিম্পং,কার্শিয়াঙয়ে ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল আটটা নাগাদ এই কম্পন অনুভব করা যায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল প্রায় ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের কাঠমান্ডু থেকে ১০ কিলোমিটার গভীরে। এরপরেই ফের আজ বেলা ১২.১৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় শিলিগুড়িতে। জানা গিয়েছে,এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানের সামসি । রিখটার স্কেলে এর মাত্রা ছিল প্রায় ৪.৫।
তবে সূত্রের খবর অনুযায়ী,এদিনের ভূমিকম্পের জেরে উল্লেখিত এলাকা গুলিতে বিশেষ ক্ষয়ক্ষতি কিছু হয়নি। কম্পন মৃদু হওয়ার কারণে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলি।