আলিপুরদুয়ারঃ মঙ্গলবার দুপুরে ঝটিকা সফরে ফালাকাটা এলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানালেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক বর্মন, বিজেপির ফালাকাটা নগর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা সহ বিজেপির শাখা সংগঠনের নেতৃত্ব।
জানা গিয়েছে, এদিন তুমি কোচবিহারে ব্যক্তিগত সফরে যাবার পথে ফালাকাটা ১৭ নম্বর জাতীয় সড়ক মেইনরোড ট্রাফিক মোড়ে তিনি কিছুক্ষণের জন্য সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিজেপির নেতৃত্বদের সঙ্গে সেখানেই তাকে সংবর্ধনা জানানো হয়,তবে লোকসভা নির্বাচনের আগে তার এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।