ফের বিষ দেবার ফলে হাজার হাজার লুপ্তপ্রায় মাছের মরদেহ ভেষে উঠল নদীতে। ঘটনা ঘটছে জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন জলপাইগুড়ির লাইফ লাইন সংলগ্ন তিস্তা নদীতে।
স্থানীয় সূত্রের খবর,এদিন সকালে ঐ এলাকার কিছু মানুষ দেখেন তিস্তা নদী তে বোরোলি,পুটি,রুই সোল,টাকি ইত্যাদি মাছের মৃত্যু হয়েছে। এবিষয়ে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের এক সদস্য বলেন, এক সাথে অনেক মাছ ধরার জন্যই এই বিষ প্রয়োগ।
এদিন এবিষয়ে মৎস্য দপ্তর মৌখিকভাবে বলেন, যারা এই ধরনের কাজ করে তাদের ধরার অভিযান চালানো হবে।জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউৎ বলেন যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেবা দরকার।এই বিষ দেবার ফলে ঐ নদীতে বসবাসকারী অনেক পরিবেশ গত জীবজন্তু র ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।