শিলিগুড়ির সুব্রতর হাত দিয়ে তৈরি হলো তিস্তা বাজারের মেইলি স্টেশনের ৮ ও ৯ নং টানেল, সিকিম রেল প্রকল্পের অভিনব মডেল!

শিলিগুড়ি: প্রথমবারের মতো সিকিমে রেল চলাচলের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বহু প্রতীক্ষিত সেবক-রংপো রেল প্রকল্প ইতিমধ্যেই শেষ পর্যায়ের কাজের দিকে এগোচ্ছে। যদিও পাহাড়ি অঞ্চলে ঘনঘন ধস ও দুর্গম ভৌগোলিক পরিস্থিতি প্রকল্পের কাজে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তবুও দ্রুতগতিতেই এগিয়ে চলেছে এই ঐতিহাসিক উদ্যোগ। প্রকল্প ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ও উৎসাহও সমানতালে বাড়ছে।

এই প্রত্যাশার মধ্যেই নজর কেড়েছেন শিলিগুড়ির সাউথ একটিয়াসালের যুবক সুব্রত পাল।  তিনি তৈরি করেছেন সেবক-রংপো লাইনের ওপর ভিত্তি করে রেল প্রকল্পের একাধিক অভিনব মডেল। তাঁর তৈরি মডেলগুলি শুধু শখের বসেই নয়, বাস্তব প্রকল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণভাবে গড়ে তোলা। ফলে প্রকল্পের ভবিষ্যৎ রূপ এক ঝলকেই ফুটে উঠছে সাধারণ মানুষের সামনে।

সম্প্রতি সুব্রত পাল ম্যালি স্টেশনের একটি মডেল নির্মাণ করেছেন, যা বিশেষভাবে আলোচনায় এসেছে। এই মডেলে রয়েছে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রেললাইন পথ ও দুটি টানেল, স্টেশন প্রাঙ্গণ ও আশপাশের সাময়িক পরিবেশের নিখুঁত চিত্রায়ণ। টানেল, পাহাড়ি গঠন ও প্রকল্প শেষ হলে এলাকাটি দেখতে কেমন হবে— তা তাঁর মডেলের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

এর আগে সুব্রত পাল সেবক রংপুর রেল প্রকল্পের রিয়াং স্টেশনের মডেলও তৈরি করেছিলেন। সেটি স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলে। এবার ম্যালি স্টেশনের মডেল নিয়েও শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

শুধু সাধারণ মানুষ নয়, প্রকল্পে নিযুক্ত সরকারি সংস্থা ও রেল দপ্তরও নজর দিয়েছে এই উদ্যোগের দিকে। জানা গিয়েছে, এদিন সোমবার সুব্রত পালের তৈরি মডেলটি নিজেদের কাছে সংগ্রহ করবে সেবক-রংপো রেল প্রকল্পে কাজ করা সংস্থা। বিশেষ করে মডেলে দেখানো টানেল ৮ থেকে টানেল ৯ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেলপথ নির্মাণের কাজে এই মডেলটি সহায়ক হিসেবে ব্যবহৃত হবে। সংস্থার কর্মীরা মডেল দেখে প্রকল্পের বাস্তব কাজের জন্য প্রয়োজনীয় ধারণা নিতে পারবেন।

রেল সূত্রে জানা গেছে, সেবক-রংপো প্রকল্প সম্পূর্ণ হলে উত্তরবঙ্গ ও সিকিমের যাতায়াতে নতুন অধ্যায়ের সূচনা হবে। সেবক ও সিকিমের পাহাড়ি পথ পাড়ি দেওয়া অনেক সহজ হয়ে যাবে। ফলে পর্যটন শিল্প থেকে শুরু করে সীমান্ত এলাকায় প্রতিরক্ষা ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক সুবিধা মিলবে।

এর আগেই শিলিগুড়ির এই যুবক   অভিনব উদ্যোগ প্রকল্পকে ঘিরে মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। সুব্রত পালের এই প্রচেষ্টা প্রমাণ করে, শুধু সরকারি সংস্থা বা প্রকৌশলী নয়, সাধারণ মানুষও স্বপ্ন দেখাতে ও তার রূপ কল্পনায় গড়ে তুলতে সমান ভূমিকা রাখতে পারে।

শিলিগুড়ির এই যুবকের হাতে তৈরি রেল প্রকল্পের মডেল এখন হয়ে উঠেছে সিকিম রেলের স্বপ্ন যাত্রার এক প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here