মর্মান্তিক দুর্ঘটনায় জখম স্কুলছাত্র শুভম রায়, চিকিৎসার জন্য সহৃদয় মানুষের সাহায্যের আবেদন পরিবারটির!

শিলিগুড়ি: প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে কাজে বেরিয়েছিলেন ফারাবাড়ির ভেল্কিপাড়ার বাসিন্দা বিন্দু রায়, পেশায় রাজমিস্ত্রি। কিন্তু স্কুল থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় তাঁর ছেলে শুভম রায়।

ঘটনায় জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হঠাৎই একটি ছাগল শুভমকে আক্রমণ করে। রাস্তায় পড়ে যাওয়া অবস্থায় একটি পিকআপ ভ্যান তাঁর উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে বাসু নার্সিংহোমে ভর্তি করা হয়।

খবর পেয়ে তড়িঘড়ি কাজে থেকে ছুটে আসেন শুভমের বাবা বিন্দু রায়। ছেলের ভয়াবহ চোট দেখে হতবাক হয়ে যান তিনি। পরে শুভমকে আরেকটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। চিকিৎসার পর আপাতত কিছুটা সুস্থ হলেও চিকিৎসকদের মতে, তাঁর শরীরে মারাত্মক ক্ষতি হয়েছে এবং দ্রুত প্লাস্টিক সার্জারি করানো জরুরি।

কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবার বিন্দু রায়ের পক্ষে সেই ব্যয়ভার বহন করা অসম্ভব। দিশেহারা বাবা-মা এখন আশায় তাকিয়ে আছেন সহৃদয় মানুষের দিকে।

শুভমের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন পরিবারটি।
যোগাযোগ নম্বর: 9002063310
ফোন পে এবং গুগল পে নম্বরও একই, অনলাইনে সাহায্য পাঠানো যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here