শিলিগুড়ি: ভারত -নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে এসএসবি ৪৭৫.৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো। এসএসবির ৪১ ব্যাটালিয়ন রানিডাঙ্গার বিশেষ দল এই অভিযানে পাঁচ পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এসএসবি সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এশিয়ান হাইওয়ে – ২ এর রামধান মোড়ের কাছে এই অভিযান চালানো হয়। সীমান্তের মাত্র ১ কিলোমিটার ভেতরে চলছিল মাদকপাচারের চেষ্টা।
অভিযানে পাচারকারীদের কাছ উদ্ধার হওয়া গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি উদ্ধার হয় ৪৭৫.৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট।
এসএসবি সূত্রে আরো খবর, সীমান্ত এলাকায় মাদক রুখতে তাদের দৈনন্দিন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।









































