ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা!

দার্জিলিং: দার্জিলিং জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধ্বসের পর, রাজ্যসভার সংসদ হর্ষ বর্ধন শ্রিংলা লাগাতার চার দিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। জানা যায়, দুধিয়া, মিরিক, থুরবো, পুবং, পোখরিয়াবং, তাবাকোশি সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে।

আরো জানা যায়, দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে ত্রাণ ক্ষতিগ্রস্তদের হাতে চান তুলে দেন। এছাড়া রেড ক্রস সোসাইটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে ত্রিপল, খাদ্যসামগ্রী, কম্বল, বাসনপত্র ও কোদাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা করা হয়। পাশাপাশি ভূমিধসে প্রিয়জন হারানো ও আহত সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

এছারা দুধিয়া পরিদর্শনে রাজ্যপাল সিভি. আনন্দ বোসের সঙ্গে থেকে দুধিয়া ও পার্শ্ববর্তী এলাকার ক্ষয়ক্ষতির বিষয়টিও তুলে ধরেন।

রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন সিংলা জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রাণহারা ও গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এছারাও প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পুনর্নির্মাণের ব্যবস্থার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here