‘NRC আ*তঙ্কে’ আ*ত্মঘাতী প্রদীপ কর: পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক

এনআরসি–র আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। খড়দহের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, প্রদীপ করের মৃত্যুর দায় নির্বাচন কমিশনের এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে হবে।

অভিষেক বলেন, “দেড় পাতার সুইসাইড নোটে স্পষ্টভাবে লেখা আছে, এনআরসি–র আতঙ্কেই প্রদীপ কর আত্মহত্যা করেছেন। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মানুষকে ভয় দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চলবে না।”

প্রদীপ করের পরিবারও দাবি করেছে, এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনার দিন তাঁর লেখা চিঠিতেও সেই আতঙ্কের ছাপ স্পষ্ট।

এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ প্রদীপ করের পরিবারের পাশে দাঁড়ান। পরিবারের পাশে থাকতে বুধবার দুপুরে খড়দহ যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এসআইআর (SIR)–এর নামে রাজ্যে কোনও বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে তার বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামবে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা— “বাংলার মানুষকে ভয় দেখিয়ে দমন করা যাবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here