মাথায় তিন-চার রাউন্ড গুলি! ফের রাজ্যে তৃণমূল নেতা খুন, এবার বাঁকুড়ায়

ফের খুন রাজ্যের তৃণমূল নেতা! এবার ঘটনাস্থল বাঁকুড়ার সোনামুখী। মাথায় তিন-চার রাউন্ড গুলি করে খুন করা হয়েছে শাসক দলের ওই নেতাকে। মৃতের নাম শেখ সায়ন। বাঁকুড়ার সোনামুখী থানার পিয়ারবেরা অঞ্চলের চকাই গ্রামে ওই যুবককে গুলি করে খুন করা হয়েছে বলে সূত্রের খবর।

স্থানীয়রা জানান, মৃতর মাথায় তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েক মাস আগে ওই এলাকায় গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল ওই ব্যক্তি। সম্ভবত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। কারণ ঘটনায় দু’জন তৃণমূল কর্মী আটক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত ছিলেন এই যুবক। দলের বুথ সভাপতি পদের দায়িত্ব ছিল তাঁর ওপর। এলাকার এহেন ‘প্রভাবশালী’কে কে বা কারা তাঁকে খুন করল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রোজ বাজার এলাকায় আড্ডা মারতেন সায়ন। সোমবারও সেখানে গেছিলেন। বাড়ি ফেরার পথেই তাঁকে গুলি করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বাজার এলাকা থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গাতে বাইকে করে কয়েকজন ঘিরে ধরেছিল তাঁকে। মাথা লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থাতেই স্থানীয়রা সায়নকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত কোনও বিবাদ? আগে থেকে পরিকল্পনা করে খুন নাকি আচমকাই হামলা..! এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here