শিলিগুড়ি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে মাদক উদ্ধার। বুধবার রাতে জ্যোতিনগর থক্কর ব্রিজের কাছে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৪০০ গ্রাম ব্রাউন সুগার। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে — মোহাম্মদ পাপ্পু (ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা) ও মোহাম্মদ রাহুল (আসরাফ নগর এলাকার বাসিন্দা)।
পুলিশ সূত্রে খবর, রাজমিস্ত্রির কাজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল ধৃতরা। জানা যায়, সাইকেলে করে ব্রাউন সুগার হাতবদলের আগেই পুলিশের গোপন সূত্রে খবর আসে। এরপর জ্যোতিনগর থক্কর ব্রিজের কাছে ফাঁদ পেতে অভিযানে নামে শিলিগুড়ি সাদা পোশাকের পুলিশ ও সাইকেল সহ দুই যুবককে হাতেনাতে ধরে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় ব্রাউন সুগার।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।









































