শিলিগুড়ির শান্তিনগরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির সামগ্রী

শিলিগুড়ি: শিলিগুড়ির শান্তিনগর বৌবাজার এলাকায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার হঠাৎ আগুন লাগে একটি বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ভেতর দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনায় বাড়ির প্রায় সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িটিতে ভাড়া থাকতো এক ব্যক্তি। কর্মসূত্রে তিনি দিনের বেলায় বাইরে ছিলো। বিকেলে হঠাৎ বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও আশিঘর ফাঁড়ির পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের আসবাব, জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here