নিজস্ব প্রতিবেদন | শিলিগুড়ি | রবিবার
টানা প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পাহাড় ও তরাই এলাকা কার্যত বিপর্যস্ত। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই শনিবার রাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বৃষ্টিতে ভেঙে পড়েছে একাধিক সেতু, রাস্তায় উঠেছে নদীর জল, চলছে ভূমিধসের ঘটনাও।
রাতভর প্রবল বৃষ্টিতে দার্জিলিং, মিরিক, কালিম্পং ও সিকিমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসে বন্ধ হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক ও রোহিণী রোড।
স্থানীয় সূত্রে খবর, দুধিয়া ব্রিজ ভোর তিনটের দিকে জলের তোড়ে ভেঙে পড়েছে। ফলে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। পুজোর ছুটিতে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক।
মিরিকের জসবির বস্তিতে ধসের ফলে মৃত্যু হয়েছে একাধিক মানুষের বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যদিও প্রশাসন এখনও মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি।
এদিকে, ডুয়ার্সের নাগরাকাটা ও বানারহাটেও প্লাবন পরিস্থিতি। রাতভর বৃষ্টিতে নদীর জল ঢুকে পড়েছে গ্রামাঞ্চলে। হাতিনালার জল উপচে পড়েছে বানারহাটে। প্রায় ৩০০০ পরিবার জলমগ্ন, বহু মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ, পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল ও কমলা সতর্কতা জারি রয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টিপাত ২০ সেন্টিমিটারেরও বেশি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে আগামী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে।









































