শিলিগুড়ি: “আত্মরক্ষাই হল মানুষের প্রধান অস্ত্র।” শুধু নিজের সুরক্ষা নয়, চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করার মানসিকতা ও দুর্বলের পাশে দাঁড়ানোর মনোবল তৈরি করাই মার্শাল আর্টের মূল শিক্ষা। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাইজেন কারাতে-ডু অ্যাসোসিয়েশন ইন্ডিয়া আয়োজিত করল ১৫তম গোজু রিউ কারাতে পরীক্ষা ও প্রশিক্ষণ শিবির।
এই দুইদিনব্যাপী শিবির অনুষ্ঠিত হয় ২ ও ৩ আগস্ট, শিলিগুড়ির দুন হেরিটেজ স্কুলে প্রাঙ্গণে। শিবিরে দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে কারাতে কৌশলের পাশাপাশি আত্মরক্ষার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করে।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া কারাতে ফেডারেশনের প্রখ্যাত কোচ ও অতিথি হানসি কে. অনন্তন। তাঁর তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা আধুনিক কারাতে কৌশল ও আত্মরক্ষার বাস্তবধর্মী পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলো শিলিগুড়ির মহকুমা শাসক অবোধ সিংহল, কাইজেন কারাতে-ডু অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার প্রধান পৃষ্ঠপোষক সঞ্জয় টিব্রেওয়াল, সহ-সভাপতি সন্দীপ ঘোষাল, যুগ্ম-সচিব জিতেন্দ্র পান্ডে ও আনন্দ প্রধান
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য পদাধিকারীরা ও কারাতে অনুরাগীরা।
শিবিরের কারিগরি দিক তত্ত্বাবধান করেন কাইজেন কারাতে-ডু অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার প্রধান কারিগরি পরিচালক শিহান দেবাশীষ ঢালী।
সংগঠনের তরফে জানানো হয়, এধরনের আয়োজন কেবল আত্মরক্ষা নয়, তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে সহায়তা করে। নৈতিক শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে এই প্রশিক্ষণ।