পরিত্যক্ত ক্লাবঘর থেকে মিলল মানুষের কঙ্কাল

জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ক্লাবঘরের ভেতর থেকে উদ্ধার হল একটি মানুষের কঙ্কাল। বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায়।

ঘটনাস্থল জলপাইগুড়ি শহরের পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে, যেখানে ক্লাবঘরের একদম উল্টো দিকেই রয়েছে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কার্য্যালয়। পাশেই করলা নদী ও প্রায় একশো মিটার দূরে জলপাইগুড়ি কোতোয়ালি থানা। এই সংবেদনশীল এলাকার একটি ক্লাবঘরের ভিতর থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা মহল্লায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে যান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তিনি জানান, ক্লাবঘরটি প্রায় এক বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে ছিল। উদ্ধার হওয়া কঙ্কাল দেখে মনে হচ্ছে এটি কোনও মহিলা অথবা শিশুর।

পুরসভার ভাইস চেয়ারম্যান ফরেনসিক তদন্তের দাবি জানিয়ে বলেন, “এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত জরুরি। কীভাবে ও কার কঙ্কাল এখানে এল তা খতিয়ে দেখা উচিত।”

পুলিশ সূত্রে জানা গেছে, কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে এই রহস্যময় কঙ্কাল উদ্ধারের ঘটনায় বাবুপাড়া এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here