ধূপগুড়িঃ
রক্ত, মৃত্যু আর কান্নার আওয়াজ ছুঁল দশমীকে! দশমীর সন্ধ্যায় মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ জলপাইগুড়ি থেকে ধূপগুড়িগামী একটি ছোটো গাড়ি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে কয়েকজন দোকানের ভেতরে ও বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভিড় জমে যায় মৃত ও আহতদের পরিবার-পরিজনসহ শতাধিক মানুষের। কান্নায় ভেঙে পড়েন শোকাহত পরিবার-পরিজনেরা।
ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি এসডিপিও গেইলসেন লেপচা এবং আইসি অনিন্দ্য ভট্টাচার্য বিশাল র্যাফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয়দের অভিযোগ, ঘাতক গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। স্পিড ব্রেকারের উপর দিয়ে লাফিয়ে সেটি দোকানের ভেতরে ঢুকে পড়ে বলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। তাকে ধরতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে গোটা ধূপগুড়ি শহরে নেমে এসেছে শোকের ছায়া।









































