শিলিগুড়ি: সুপারি ব্যবসার আড়ালে জাল নথিপত্র দেখিয়ে প্রায় ১০ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে কলকাতার বাসিন্দা শশী কুমার চৌধুরীকে গ্রেপ্তার করল জিএসটি দফতর।
জিএসটি দফতর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জাল কাগজপত্র তৈরি করে সন্দেহজনক লেনদেন চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। বিষয়টি নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য জিএসটি অফিসে ডেকে পাঠানো হয়। কিন্তু বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাকে সেখানেই গ্রেপ্তার করা হয়।
এদিন শশী কুমার চৌধুরীকে শিলিগুড়ির আদালতে তোলা হয়েছে।
জিএসটি দফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, এই আর্থিক জালিয়াতির পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দফতর।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন আধিকারিকরা।