আজ করোনা আবহে মধ্যেই পালিত হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫৩ তম প্রতিষ্ঠতা দিবস।
এদিন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খুবই স্বল্প সময়ের মধ্যে ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বায়ো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পুনঃসংস্করণ করা হয়।
এদিন এই ডিপার্টমেন্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য উদ্বোধন করেন বলেই জানা গিয়েছে।