কিছুতেই জট খুলছে না কৃষি আইনের। কৃষি আইন পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি কৃষি বিশেষজ্ঞ প্যানেল থেকে সরে গেলেন ভূপিন্দর সিং মান। ভারতীয় কিষাণ ইউনিয়নের (মান) সভাপতি ভূপিন্দর সিং এর আগে কেন্দ্রের কৃষি আইনের পক্ষেই আওয়াজ তুলেছিলেন। চার সদস্যের কমিটির অন্যতম সদস্য বৃহস্পতিবার ১৮০ ডিগ্রি ঘুরে কৃষকদের পক্ষে থাকার বার্তা দিয়েছেন।
এই বিষয়ে ভূপেন্দ্র বলেন, আমার মন জড়িয়ে গিয়েছে পাঞ্জাবের কৃষকদের সঙ্গে। তাদেঁর জন্য আমি যে কোনও পদ ছা়ড়তে পারি। সব দিক বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
মঙ্গলবারই তিনটি নতুন কৃষি আইন কার্যকর করার উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ চার বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। ৷ এই কমিটির দায়িত্ব ছিল আইন নতুন তিনটি আইন খতিয়ে দেখার, পাশাপাশি বলা হয় সবপক্ষের মতামত শুনবে৷ পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তিনটি কৃষি আইনের উপরে স্থগিতাদেশ বজায় থাকবে৷ আদালতের রায়ের পর কৃষক সংগঠনের নেতারা দাবি করতে থাকেন, তাদের আন্দোলনের জয় হল৷
তবে ভারতীয় কিষাণ ইউনিয়নের সূত্রে খবর, প্রতিবাদী কৃষকরা কমিটির শুনানিতে অংশ নেওয়ায় নারাজ হতেই প্যানেলের গুরুত্ব কমে গিয়েছে। এক কৃষক নেতা বলেছেন, যখন প্যানেলকে কোও গুরুত্বই দিচ্ছেন না কৃষকরা তাহলে কী রিপোর্ট তাঁরা সুপ্রিম কোর্টে জমা দেবেন! মানের এক ঘনিষ্ঠ কৃষক নেতা গুনি প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তাঁরা ভূপিন্দরের সিদ্ধান্তের পাশেই আছেন। তবে এই সংগঠন কেন্দ্রের কৃষি আইনের সমর্থনেই রয়েছে বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে মধ্যস্থতার জন্য কৃষি বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। কমিটিতে নাম ছিন কৃষি বিশেষজ্ঞ অশোক গুলাটি, প্রমোদ জোশী, অনিল ঘানওয়াত ও ভূপিন্দর সিং মানের। তাঁদের কেন্দ্রের আস্থাভাজন বলে আগেই আখ্যা দিয়েছেন কৃষকরা। কমিটি সদস্য পরিবর্তন করা হলেও তাঁরা মধ্যস্থতার রাস্তায় হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন কৃষকরা।