রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুরে যত ভোটে হারবেন তার থেকে অনেক বেশি ভোটে হারবেন নন্দীগ্রামে। মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হতেই এমনই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, গতকালই নন্দীগ্রামের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে বিধানসভায় ভোট নন্দীগ্রামের হয়ে লড়বার কথা ঘোষণা করেন এরপরই রাজনৈতিক মহলে বেশ শোরগোল লক্ষ্য করা যায়। এরপরই আজ শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে জনসভা ও যোগদান মেলা উপলক্ষে শিলিগুড়িতে এসে উপস্থিত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি স্টেশন চত্বরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হতেই মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম থেকে বিধানসভার ভোট লড়বার বিষয়ে জিজ্ঞেস করলেই তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুরে যত ভোটে হারবে না তার থেকে অনেক বেশি ভোটে নন্দীগ্রামে হারবেন। কোথাও তৃণমূলকে দেখতে পাওয়া যাচ্ছে না সব জায়গায় বিজেপি সুতরাং তৃণমূলকে চাঙ্গা ক্লোরামাইন দিয়ে চাঙ্গা করা যাবে না বলেই এদিন কটাক্ষ করেন তিনি।
এদিন দিলীপ ঘোষের সাথে নিউ জলপাইগুড়ি স্টেশনে উপস্থিত ছিল ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ বহুদলীয় কার্য কর্তারা।









































