ভারতীয় জনতা পার্টির পাহাড়ের ২টি কেন্দ্র প্রার্থী দেবে ঘোষণার পর অখুশি সরিক দল জিএনএলএফ।
প্রসঙ্গত, এদিন বিজেপি পক্ষ থেকে জানানো হয় কার্শিয়াং ও কার্লিম্পং কেন্দ্র বিজেপি প্রার্থী দেওয়ার কথা জানানো হয় পাশাপাশি শরিক দলের জন্য দার্জিলিং এর কেন্দ্র ছাড়ার কথা জানানোর পরে মন ভার জিএনএলএফ এর। এদিন সংবাদমাধ্যম সাথে কথা বললে গিয়ে এমনটাই জানান জিএনএলএফ নেতা মহেন্দ্র ছেত্রী।
তিনি আরও বলেন,আজকে কেন্দ্রীয় বৈঠকে পর প্রার্থী দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য দিকে পাহাড়ের তিনটি কেন্দ্র গোর্খা জনমুক্তি মোর্চার ২ এর পার্টিকে সমর্থন জানিয়েছে পাহাড়ের ১৩ টি জনগোষ্ঠীর সংঘটন।









































