ভিড় এড়াতে এবার বেগুন টারি থেকে সবজি বাজার সরানোর সিদ্ধান্ত পৌর কতৃপক্ষের।
জানা গিয়েছে,ভিড় কমানোর জন্য দিনবাজারের সবজি বাজার ও দিনবাজারের পুলে বসা ফুটফাটের ফল ব্যবসায়ীদের দিনবাজার সংলগ্ন এলাকায় ফলের বাজার কে বসানো হয়েছে। এরপাশাপাশি সবজি বাজারকে বেগুনটারি আনা হয়েছিল। নতুন জায়গায় ফলের বাজারে এখন আর কোন ধরনের ভিড় হচ্ছে না।
তবে বেগুন টারিতে সবজির বাজার এনে তেমন কোন লাভ করতে পারেনি পৌরসভা।কারণ বেগুন টারিতে রোজই ভিড় বাড়ছে। তৈরি হচ্ছে যানজট।তাই পৌরসভার তরফে সোনাউললা বিদ্যালয়ের ভিতরে বাজার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং খুবই তাড়াতাড়ি সেখানে বাজার বসানোর কথা বলেন পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো।









































